• November 22, 2024

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা সফর…সস্ত্রীক বিদেশ ভ্রমণে নাজির ও অফিস সহকারী!

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বিদেশ ভ্রমণে নিয়মবহির্ভূতভাবে যুক্ত হয়েছেন পরিষদের নাজিরের স্ত্রী ও অফিস সহকারী। জেলা পরিষদের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত শিক্ষা সফরে চেয়ারম্যান, সদস্য, নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও নাজিরের জাপান ভ্রমণের জন্য সরকারি আদেশ (জিও) জারি করা হয়। তবে সরকারি আদেশের বাইরে এ সফরে যুক্ত হয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদের নাজিরের স্ত্রী ও টিএন্ডটি গেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান আক্তার। এছাড়া জেলা পরিষদের অফিস সহকারী জিতেন নারায়ণ ত্রিপুরা! জানা গেছে, পার্বত্য জেলা পরিষদের সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিষদ সদস্যদের নিয়মিত বিদেশ ভ্রমণ করানো হয়। এরই অংশ হিসেবে জাপানে শিক্ষা সফরের জন্য জেলা পরিষদের চেয়ারম্যান, পাঁচ সদস্যসহ অন্য কর্মকর্তারা শিক্ষা সফর টিমে যুক্ত হয়েছেন।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (পরিষদ-১) তাহমিনা তাসকিন চলতি বিদেশ সফরের অনুমতি দিয়ে সরকারি আদেশ জারি করেন। ২৮ জুলাই তাদের জাপান যাওয়ার কথা। নাজির মো. সাইফুল্লাহ জানান, ‘সফরটা ট্যুরিজম নিয়ে। প্রতি বছরই জেলা পরিষদের পক্ষ থেকে বিদেশ সফরে যাওয়া হয়। এক একটা টিমের সঙ্গে এক-দু’জন বাড়তি যায়। আমার স্ত্রীও যাচ্ছেন। তবে এ সময় তিনি এ প্রতিবেদককে জাপান সফরের বিষয়ে বলেন, ‘এগুলো (সংবাদ) না করলে হয় না। জেলা পরিষদের অফিস সহকারী জিতেন নারায়ণ ত্রিপুরা বলেন, ‘সরকারি জিও না পেলেও আমি লোকাল জিও নিয়ে যাচ্ছি।’ জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য, নির্বাহী প্রকৌশলীদের শিক্ষা সফর টিমে অফিস সহকারী যাওয়র কোনো নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। এ বিষয়ে খাগড়াছড়ি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান জানান, জেলা পরিষদের কর্মকর্তা ও সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ সফর। যাদের জিও হয়েছে আমি তাদের কথা জানি। সরকারি অর্থায়নে জিওর (সরকারি আদেশ) বাইরে কেউ সফর করতে পারবে না বলে জানান তিনি। সূত্র: দৈনিক যুগান্তর।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post