• April 16, 2025

খাগড়াছড়ি প্রবেশ পথে শতাধিক শ্রমিক আটক, হোম কোয়ারেন্টিনে

খাগড়াছড়ি প্রতিনিধি: প্রশাসনের কঠোরতায়ও ঠেকানো যাচ্ছে না খাগড়াছড়িতে বাইর থেকে আসা লোকজনের প্রবেশ। মধ্যরাতে নানা পন্থায় খাগড়াছড়ি ঢুকে পড়ছে তারা। এমনিভাবে খাগড়াছড়ি প্রবেশকালে শুক্রবার ভোরে ১০টি মাইক্রোবাসসহ শতাধিক শ্রমিককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশীদ জানান, ভোরে খাগড়াছড়ি শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে ১০টি মাইক্রেবাস তল্লাসী করে ৯৮জন নারী পুরুষকে আটক করে হাসাপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক শ্রমিকরা জানান, তারা ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন ইপিজেডে কর্মরত ছিলেন। করোনা ভাইরাসের ভয়ে তারা মাইক্রোবাস ভাড়া করে খাগড়াছড়ি এসেছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পূর্ণ জীবন চাকমা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের হোম কোয়ারেন্টিনে থাকার নিদ্দেশ দেওয়া হয়েছে।

শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজো গাড়ী প্রবেশে নিয়ন্ত্রণ ও তল্লাসী চালাচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া কোন গাড়ী প্রবেশ ও বাহির হতে দিচ্ছে না। সেখানে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা জীবনাশক স্প্রে করছে। শহরে রয়েছে একাধিক ভ্রাম্যমান আদালত।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post