খাগড়াছড়ি বিআরডিবির উদ্যোগে করোনা সতর্কতামূলক কর্মশালা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) খাগড়াছড়ি জেলার উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক থাকতে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার বিআরডিবির খাগড়াছড়ি জেলা কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং করোনা ভাইরাস সম্পর্কে বিশেষ দিক নির্দেনা দেন। সিভিল সার্জন বলেন, কোনো গুজবে কান দিবেন না। নিজে সতর্ক থাকা এবং অন্যকে সতর্ক থাকতে বলা,স্বাস্থের প্রতি বিশেষ নজর দেয়ার পাশাপাশি প্রবাসীদের অবশ্যই ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এটাই নিয়ম। কর্মশালায় সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি বিআরডিবির উপ-পরিচালক মো: কামাল উদ্দিন।
কর্মশালায় জেলা ও উপজেলার সকল কর্মকর্তা ও মাঠ পরিদর্শকরা অংশ নেন। এর আগে মাসিক সমন্বয় সভা ও পরিস্বার পরিচ্ছন্নকার উপর ৬০ঘন্টা কর্মসূচির আলোকে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিআরডিবির উপ-পরিচালক মো: কামাল উদ্দিন দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য দিক নির্দেশনা দেন।