খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারণ সভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা শাখার ৪৯তম বার্ষিক সাধারণ সভা/২০২১ অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর সোমবার খাগড়াছড়ি অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মংসুই প্রæ চৌধুরী সভাপতির বক্তব্য রাখেন। খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো: শানে আলম বার্ষিক প্রতিবেদন পাঠ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মনিন্দ্রলাল ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাড. জসিম উদ্দিন মজুমদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা এম, রাশেদুল হক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল আলম প্রমুখ। খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য, যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা অংশ নেন। বিভিন্ন ক্ষেত্রে মানবতার সেবায় বিশেষ অবদান রাখায় পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য মো: দুলাল হোসেন। সভার শুরুতেই করোনা মহামারিতে যে সকল সদস্যরা অকালে মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য সংখ্যা ১হাজার ১৪০জন। বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল ৭ডিসেম্বর পর্যন্ত সভা মূলতবী ঘোষণা করেন অনুষ্ঠঅনের সভাপতি।