খাগড়াছড়ি হানাদার মুক্তদিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শোভাযাত্রা

 খাগড়াছড়ি হানাদার মুক্তদিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শোভাযাত্রা
খাগড়াছড়ি প্রতিনিধি: আজ খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস। এই উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে সকালে খাগড়াছড়িতে শোভাযাত্রা বের করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর পদক্ষিন করে। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা শোভাযাত্রায় অংশ নেন। পরে মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নরোত্তম বৈঞ্চব।
এরআগে মুক্তিযোদ্ধা কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।
সারাদেশের মানুষের মত খাগড়াছড়ির মানুষও অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে। পাহাড়ি আর বাঙ্গালীদের সমন্বিত অংশগ্রহনে অন্য উচ্চতায় মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে খাগড়াছড়িতে। পাকবাহিনী ও তাদের দোসরদের হটিয়ে দিয়ে ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর খাগড়াছড়ি হানাদার মুক্ত হয়। বিজয়ের উল্লাসে ফেটে পড়েন পার্বত্য এই জেলার সব মানুষ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post