• December 21, 2024

খাগড়াছড়িতে গভীর রাতে আগুনে পুড়লো ব্যবসা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি শহরে বাজারের আদালত সড়ক এলাকায় অগ্নিকাণ্ডে ৯ টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি বন্ধ দোকানের ভেতর থেকে ধুয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বল জানা যায়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মুহাম্মদ রশিদ জানান, আগুনে ৯ টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post