• December 23, 2024

 খালেদা জিয়া’র বিদেশে সু-চিকিৎসার দাবীতে খাগড়াছড়িতে বিএনপির গণঅনশন পালিত

  খালেদা জিয়া’র বিদেশে সু-চিকিৎসার দাবীতে খাগড়াছড়িতে বিএনপির গণঅনশন পালিত

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে ‘গণ-অনশন’ পালন করছে। খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচারি মাষ্টার এতে সভাপতিত্ব করেন। ২০ নভেম্বর শনিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সামনে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত গণ-অনশন কর্মসূচি চলে।

গণ-অনশনে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, খনি রঞ্জন ত্রিপুরা, অর্থ সম্পাদক মুফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সহ-সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম,ছাত্রদলের সভাপতি সাহেদুল হোসেন সুমন,সাধারণ সম্পাদক জাহেদ আলম এবং সিঃ সহ-সভাপতি নুশরাত হোসেন বাপ্পি সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post