খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে খাগড়াছড়িতে সমাবেশ

স্টাফ রিপোর্টার: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে মঙ্গলবার ৩০ অক্টোবর মঙ্গহলবার  খাগড়াছড়িতে  বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় সমাবেশে থেকে  নেতৃবৃন্দ শেখ হাসিনার সংলাপে বসার সম্মতির পিছনে কোন নাটক আছে কিনা সে সম্পর্কে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহ্বান জানান। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারী দিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের দিকে যেতে চাইলে গণপূর্ত বিভাগের সামনে পুলিশের বাধার মুখে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল।

সমাবেশে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোইয় চৌধুরী, মো. বেলাল হোসেন, মোসলেম উদ্দিন চেয়ারম্যান, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম-সম্পাদক এ্যড আঃ মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন তালুকদার, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদীকা কুহেলী দেওয়ান, জেলা স্বেছাসেবক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মো. সাহেদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হাসেম ভূইয়াসহ বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post