• December 26, 2024

গরীব মেধাবী শিক্ষার্থী রোহিন চাকমার পাশে লক্ষ্মীছড়ি জোন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন এগিয়ে আসলো গরীব অসহায় এক শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা গ্রহণের সযযোগ সৃষ্টির লক্ষ্যে আর্থিক সহায়তা দিতে। ২৮ নভেম্বর বুধবার লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান আর্থিক সহায়তা হিসেবে ১০হাজার টাকা অভাবগ্রস্থ পাহাড়ী পরিবারের মেধাবী শিক্ষার্থী রোহিন চাকমাকে প্রদান করেন। এসময় লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রায়শাদ রেজা রাতুল, অনারি লেফটেন্যান্ট এস আসাদ উপস্থিত ছিলেন।

এছাড়া লক্ষ্মীছড়ি কলেজের শিক্ষক/শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। জানা যায়, লক্ষ্মীছড়ি কান্দোপাড়া এলাকার রোহিন চাকমা চলতি বছর ২০১৮ সালে লক্ষ্মীছড়ি কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগ থেকে তিনি মেধা তালিকায় ২১৬তম স্থান লাভ করে। তার বাবা একজন দিনমজুর। তার পক্ষে তার ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে ভর্তির হওয়ার জন্য অর্থের যোগান দিতে না পারায় অনিশ্চিত হয়ে পরে উচ্চ শিক্ষালাভের সুযোগ থেকে। এমতাবস্থায় তার পাশে দাঁড়ায় লক্ষ্মীছড়ি জোন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post