• July 4, 2025

গরীব কৃষকদের মাঝে কৃষি পণ্য বিতরণ করেন সিন্দুকছড়ি জোন

 গরীব কৃষকদের মাঝে কৃষি পণ্য বিতরণ করেন সিন্দুকছড়ি জোন

গুইমারা প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী সিন্দুকছড়ি জোন।

৩০মে মঙ্গলবার সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে গরীব অসহায় কৃষকদের মাঝে বিভিন্ন প্রকারের কৃষি পণ্য সার, কীটনাশক, স্প্রে মেশিন ও বিভিন্ন প্রকারের ফলজ গাছ বিতরণ করেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি।

কৃষিপণ্য বিতরণ শেষে জোন কমান্ডার এলাকার শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও জোনের এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post