গুইমারাতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক র্যালি, লিফলেট বিতরণ
গুইমারা প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক,স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গুইমারাতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ পরিবার।
গুইমারা উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠন সমুহের উদ্যোগে, বুধবার(১৮মার্চ) সকাল ১১টায় করোনা ভাইরাস থেকে কিভাবে নিরাপদ থাকা যায় সেই সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে গুইমারা বাজারসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন প্রধান অতিথি পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী।এ-লক্ষে আওমীলীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটির গুইমারা বাজার প্রদক্ষিন করে লিফলেট বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দীন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব আলী, দপ্তর সম্পাদক রামপ্রু চৌধুরী,প্রচার সম্পাদক হাফিজুর রহমান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী জনগনকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন,সবাইকে সচেতন হতে হবে।সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসরোধে কাজ করতে হবে। নিজেরা নিজ থেকে অন্যকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করবেন।যাতে করে করোনা ভাইরাস সহ সকল রোগ বালাই থেকে রেহাই পাওয়া যায়।