• April 18, 2025

গুইমারাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যাত্রা শুরু

 গুইমারাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যাত্রা শুরু
গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরাদ্ধকৃত নিজস্ব জায়গায় গুইমারা থানা সংলগ্ন এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসের ভবন উদ্বোধন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় খাগড়াছড়ি জেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান সভার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, সারাদেশের ন্যায় পার্বত্য জেলা গুলোতে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পার্বত্য এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে পাহাড়ি দূর্ঘম এলাকায় টিউবয়েল, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য বাজেট বরাদ্ধের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
এসময় আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শাহেনা আক্তার। জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আইয়ুব আলী আনসারী সহ আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post