• December 22, 2024

গুইমারাতে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 গুইমারাতে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের খেলায় অংশগ্রহণ করে চারটি দল, দুরন্ত একাদশ, সানরাইজ একাদশ, প্রভাতী একাদশ, ফিলিস্তিন একাদশ। এ খেলার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান বাবু রেদাক মারমা।

১৮ডিসেম্বর রবিবার বিকাল ৩ঘটিকার সময় গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে শেখ রাসেল স্মৃতি সংসদ ক্লাবের ব্যাপক আয়োজনে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বাবু রেদাক মারমা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ইউচুপ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিতেন্দ্রা ত্রিপুরা, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শামিম ওসমান প্রমুখ।

ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা খেলার উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামি দিনের ভবিষ্যৎ তরুণ সমাজ। সামনে এগিয়ে যাওয়ার জন্য সকল অপকর্মকে পিছিয়ে ফেলে শিক্ষা এবং খেলাধুলাকে এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post