গুইমারাতে সেনা পরিবার কল্যাণ সমিতি’র শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার: গুইমারা সেনানিবাসে গরীব, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস)। ৩০ডিসেম্বর সকালে গুইমারা রিজিয়নে সেপকস কার্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
গুইমারা, মাটিরাঙ্গা, সিন্দুকছড়ি ও হাফছড়ি এলাকার অন্তত ৫০জন গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলেদেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান এর সহধর্মিনী ও সেপকস গুইমারা অঞ্চলের সহ-সভানেত্রী মিসেস তামান্না শাহরিয়ার। এসময় তিনি বলেন, এই কনকনে শীতে আমাদের সকলেরই উচিৎ অসহায় শীতার্ত মানুষের পাশ্বে দাঁড়ানো। সবাই এগিয়ে আসলে কিছু মানুষ অন্তত শীতের প্রকোপ থেকে মুক্তি পাবে।
এসময় সেপকস গুইমারা অঞ্চলের সচিব ফারহানা ফারজানা, সিন্দুকছড়ি জোন অধিনায়কের সহধর্মিনী মেজর নাফিদাত হুসাইন, লক্ষ্মীছড়ি জোন অধিনায়কের সহধর্মিনী শাহিদা নাজনিন, বি.এম (ব্রিগেড মেজর) এর সহধর্মিনী মেহেরুন আশরাফ ছন্দা, জিটুআই এর সহধর্মিনী শাহানা আক্তার’সহ’ সেপকস গুইমারা অঞ্চলের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।