• April 22, 2025

গুইমারাতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতারণ

 গুইমারাতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতারণ

মো.আকতার হোসেন,মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

পাহাড়ে মানবিক কর্মকান্ডের ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারায় বিনামূল্যে  চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী।
গুইমারা সেনা রিজিয়নের তত্ত্বাবধানে ২০ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ২০ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি পিএসসি,জি।

২০ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির,(এএমসি) নেতৃত্বে উক্ত চিকিৎসা ক্যাম্পে সেবা দেন।

সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি পিএসসি,জি বলেন, প্রত্যন্ত অঞ্চলের গরীব ও অসহায় রোগীদের কথা চিন্তা করেই চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। তাছাড়া গরীব ও অসহায়দের বিনামূল্যে সামান্য চিকিৎসা দিতে পারাটাই আমাদের সার্থকতা, যার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply