গুইমারাতে সেনাবাহিনীর অভিযানে ভারত থেকে অবৈধভাবে আসা ৯০ লক্ষ টাকার মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৯০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় সিগারেট, আতশবাজি ও শাড়ি জব্দ করেছে।
গতকাল রাত ১১টার দিকে রিজিয়নের গোয়েন্দাদের গোপন সংবাদের ভিত্তিতে জি.টু.আই মেজর মিয়ান সাইফুল ইসলামের নেতৃত্বে একটি সি টাইপ টহল দল গুইমারা এমপি চেকপোষ্টে খাগড়াছড়ি থেকে ফেনী গামী এস এ পরিবহন সার্ভিসের একটি গাড়িতে (ঢাকা মেট্রো উ- ১৪০৭৯৯) তল্লাসী চালায়। এতে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট, শাড়ি কাপড় ও আতসবাজী জব্দ করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে চার কার্টুন শাড়ি, চার কাটুন আতশবাজি, ১৪ কার্টুন সিগারেট রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।
আটককৃত অবৈধ এসব ভারতীয় পণ্য গুইমারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল গুইমারা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।