• June 26, 2024

গুইমারায় কাঁঠালের গাড়িতে ১৯৮ লিটার মদসহ আটক ১

 গুইমারায় কাঁঠালের গাড়িতে ১৯৮ লিটার মদসহ আটক ১

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় ১৯৮ লিটার চোলাইমদ সহ ১জনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

রবিবার রাতে গুইমারা বাজারের চেক পোষ্টের সামনে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা চেকআপের জন্য কাঁঠালবাহী পিকআপে সীগনাল দিলে, চালক চেকপোস্ট অতিক্রম করে গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় কাঁঠালবাহী পিকআপ থেকে ৮টি বস্তায় ১০লিটার, ৫ লিটার এবং ২ লিটারের জার্কিং ও বোতল মিলিয়ে সর্বমোট ১৯৮লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গাড়িতে থাকা ১জনকে আটক করেছে গুইমারা পুলিশ।

আটককৃত হলেন, লক্ষীপুর জেলার কমলনগর থানার চর মার্টিন ইউনিয়নের কমলনগর মুন্সির হাট এলাকার মোতালেব মিয়ার ছেলে আলমগীর হোসেন(৫০)।

গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply