গুইমারার দুর্গম এলাকায় স্কুল উদ্বোধন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার নব সৃষ্ট গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের রে¤্রাপাড়া গ্রামের সচেতন মহলের উদ্যেগে প্রতিষ্ঠিত প্লাকশ্যে নি¤œ মাধ্যমিক বিদ্যালয়টি উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্লাকশ্যে নি¤œ মাধ্যমিক বিদ্যালয়টি উদ্বোধনের পর সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মংপ্রু কার্বারীর সভাপতিত্বে “শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক, সুস্থ্য সমাজ গড়ে ওঠুক” ব্যানারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরো বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদরের একাডেমিক সুপার ভাইজার মো: শরিফউজ্জামান, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মানিকছড়ি উপজেলা সমন্বয়ক চিনু মারমা, গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্যচিং মারমা, ইউপি সদস্য সুইমং মারমা, ইউপি সদস্য উগ্য মারমা, ইউপি সদস্য অংগ্যজাই মারমা প্রমূখ। এছাড়া এলাকার বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন, যে ধর্মেরই হোক বা যে সম্প্রদায়েরই হোক জাতি ও দেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। দেশের যে প্রান্তেই থাকুন না কেন শিক্ষা অর্জন হতে হবে। বর্তমান সরকারও শিক্ষার মানোন্নয়নের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য পুস্তক বিতরন করেন প্রধান অতিথি সাধন কুমার চাকমা। এরপর উঁচুনিচু পাহাড় পাড়ি দিয়ে ডেবলছড়ি বাজার পাড়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয় এবং সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়টি পরিদর্শন করেন।