গুইমারার সার্বিক পরিস্থিতির নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি বিরাজমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মতবিনিময় করলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন (রানা)। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিরাজমান পরিস্থিতির জন্য দায়ী করেন রিজিয়ন কমান্ডার।

এসময় তিনি আরো বলেন , আমরা স্পষ্টভাবে বলতে পারি এটা কোন স্বাভাবিক ঘটনা নয়। এটা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ । পাহাড়ের শান্তিরক্ষায় আমরা কাজ করে যাচ্ছি এবং তা আগামীতেও অব্যাহত থাকবে । আমরা পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সব ধরণের সমস্যা মোকাবেলায় প্রস্তুত আছি।

মতবিনিময় সভায় সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্নেল ইসমাইল শামস্ আজিজী, গুইমারা রিজিয়নের উর্ধ্বতন কর্মকতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে জুম্ম ছাত্র জনতার ব্যানারে এর প্রতিবাদে অবরোধ ডাকা হয়। অবরোধে দফা দফায় বিক্ষিপ্ত ঘটনার পর প্রশাসন শনিবার বেলা ২টা থেকে নির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।