গুইমারায় ফলন্ত আনারস বাগান কেটে দিয়েছে দুর্বিত্তরা
স্টাফ রিপোর্টার: গুইমারায় কৃষক ডালিমের আনারস বাগান কেটে দিয়েছে দুর্বিত্তরা। বাগানের ৫ হাজার আনারস গাছ ফল সহ কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের হাতিমুড়া এলাকার দক্ষিন ফকির নালায় এ ঘটনা ঘটে।
এতে কৃষক মোঃ ডালিম আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছেন বলে দাবি করছেন।
কৃষক ডালিম জানান, দূর্জয় চাকমা নামে এক যুবক গতকাল সকাল ১১ঘটিকা এবং সন্ধ্যায় ৭ ঘটিকায় মোবাইলে কল দিয়ে তার কাছে চাঁদা দাবী করেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। তবে দূর্জয় চাকমা এ অভিযোগ অস্বীকার করেন।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এবিষয়ে থানায় এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।