গুইমারায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট’র উদ্বোধন
স্টাফ রিপোর্টার: গুইমারাতে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট/১৮ইং। ১২মার্চ রবিবার বিকেলে গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মেম্বার, পলাশ চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা খেলাধুলা শরীর ঠিক রাখার পাশাপাশি যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে পারে বলে উল্লেখ করেন। একটি আদর্শ গুইমারা বিনির্মানে আরো বেশী ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করার উপর গুরুত্বারোপ করেন তারা। এব্যাপারে সার্বিক সহযোগীতা করার আশ্বাসও দেন অতিথিবৃন্দ।
গুইমারা উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ১৪ ওভারের এ টুর্নামেন্টে ৪টি গ্রুপে মোট ১৫টি দল অংশগ্রহণ করছে। উদ্ধোধনী ম্যাচে জেপি লায়ন্স একাদশ বনাম গুইমারা একাদশ পরস্পর প্রতিদ্বন্ধীতা করে। বিগত কয়েক বছর যাবৎ এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে জানিয়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আনন্দ সোম জানান, টুর্ণামেন্টের এবারের আসরে ফাইনাল ম্যাচে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানা আয়োজকরা।