গুইমারা আওয়ামীলীগের শোকসভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধ: আগস্ট মাসের শোককে শক্তিতে রুপান্তরিত করতে এবং বিএনপি ও জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র সৃষ্টির চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগষ্ট সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে শোকসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় তিনি বলেন, এ দেশের মানুষ বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বিশ্বাস করে এবং তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। কিন্তু জামায়াত বিএনপি উন্নয়ন ও স্বাধীনতা বিশ্বাস করেনা। তারা ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে সবসময় মিথ্যা প্রচার করছে। তিনি আরও বলেন, আকাশে ও জমিনে সবখানেই শেখ হাসিনার উন্নয়ন দৃশ্যমান। শেখ হাসিনা সরকারের উন্নয়ন ইতিহাস হয়ে খাকবে। সেই ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস হয়ে থাকবে। ইতিহাস আমাদের পথ দেখাবে নতুন নতুন দিগন্তের। আওয়ামীলীগ উন্নয়ন করে মানুষের জান মালের নিরাপত্তা দিয়েছে বিধায় দেশের মানুষ আওয়ামীলীগের পক্ষে আছে। বিএনপি জামায়াতকে মিথ্যা প্রচারণা না করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহবান জানান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্খ ত্রিপুরা জুয়েল, যু্গ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, যু্গ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সহসভাপতি মংক্যচিং চৌধুরী, কল্যান মিত্র বড়ুয়া, কংজরী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীরণ পাল, হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে গুইমারা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমাসহ জেলা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##