• November 23, 2024

গুইমারা উপজেলায় উন্নয়ন মেলা শুরু

গুইমারা(খাগড়াছড়ি) প্রতিনিধি:  খাড়াছড়ি’র গুইমারাতে প্রথম বারের মত শুরু হয়েছে উন্নয়ন মেলা। গুইমারা উপজেলা উজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন মেলা বৃহস্পতিবার শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। দেশের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের একযোগে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গুইমারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলার উদ্ধোধনের পূর্বে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলায়তনে এসে শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এটিএম মোরশেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মেমং মারমা, সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

প্রধানমন্ত্রী মেলা উদ্ধোধনের পর উপজেলা চেয়ারম্যান ও অতিথি বৃন্দ মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। মেলায় আলোচনা সভা ছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ, আলোচনা, বিতর্ক ও রচনা প্রতিযোগীতা থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post