গুইমারা উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, অন্যান্যের মধ্যে জেলা বিএনপি যুগ্ম সম্পাদক, এড. আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক, আব্দুর রব রাজা বক্তব্য রাখেন।

বক্তারা বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।