গুইমারা উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‌্যালি

শেয়ার করুন

 বিএম.বাশারঃ, গুইমারা: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার দিকনির্দেশনায় গুইমারা উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আনন্দ র্যালী নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে শেষ হয় এবং আলোচনা সভা করেন।

৩ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ ঘটিকার সময় গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে আনন্দ র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুফ, সাধারন সম্পাদক মাহবুব আলী, সহ সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম সহ অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার নেতা কর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়, খুন, ঘুম, অপহরণ সহ সকল ধরনের কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। মানুষের ভোটাধিকার আদায়, অপরাজনীতি, দলের নাম ভাঙ্গিয়ে কর্মীদের মাঝে অপচেষ্টা এবং কি জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা কোন ব্যক্তি ছাড় পাবে না দলের কাছে। সমাবেশে নেতারা আরো বলেন, বিএনপি একটি সুশৃংখল দল আর দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা স্মরণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ঠিক রেখে ওয়াদুদ ভুঁইয়ার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদেরকে মাঠে কাজ করার আহ্বান জানান।