• December 18, 2024

গুইমারা জামায়াতে ইসলামীর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

 গুইমারা জামায়াতে ইসলামীর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

গুইমারা প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখা।

১৪ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে ৪ ঘটিকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওসমান গণি, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম, উপজেলা টিম সদস্য আব্দুস সালাম।

শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে বুদ্ধিজীবি শূন্য করার জন্য বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবি হত্যার মিশনে নেমেছিলো। ফ্যসিস্ট শেখ হাসিনাও বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতা অব্যাহত রাখার অংশ হিসেবে জামায়াতসহ বিরোধী দলের জনপ্রিয় নেতাদের হত্যার মিশন চালিয়ে গিয়েছিল।

এসময় শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজিদুর রহমান, উপজেলা জামায়াতের সমাজ কল্যান সম্পাদক ডাক্তার ওমর ফারুক, উপজেলা ক্রিড়া সম্পাদক আমিনুল ইসলাম, টিম সদস্য আবুল হোসেন বাবু, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মইন উদ্দিন প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply