গুইমারা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
গুইমারা প্রতিনিধি: গুইমারা থানার আওতাধীন হাফছড়ি ইউপির ০১নং ওয়ার্ডের জালিয়াপাড়ায় ওসি আরিফুল আমিনের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে শ্রমিক থাকার একচালা টিনের ঘরে অভিযান পরিচালনা করে ১৪পিস ইয়াবাসহ ৪জনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
আসামিরা হলেন, সুমন ত্রিপুরা(২৭), পিতা- যুবরাজ ত্রিপুরা, সাং-বড়পাড়া, ০৭ নং ওয়ার্ড, গোলাবাড়ী ইউপি, থানা-জেলা-খাগড়াছড়ি। মোঃ নবী হোসেন(২২), পিতা- হাকীম ফারাজী, সাং-জালিয়াপাড়া, ১নং ওয়ার্ড, ২নং হাফছড়ি ইউপি, থানা- গুইমারা, জেলা-খাগড়াছড়ি। মোঃ ইসলাম উদ্দিন(৩৮), পিতা- দেলোয়ার হোসেন, সাং-শালবন, ০৬ নং পৌরসভা, থানা-জেলা-খাগড়াছড়ি। মোঃ বেল্লাল হোসেন(৩২), পিতা- আঃ গফুর, সাং- শালবন, ০৬নং পৌরসভা, থানা-জেলা-খাগড়াছড়ি।
গুইমারা থানার (ওসি) মোঃ আরিফুল আমিন জানান, আসামিদেরকে বিধি মোতাবেক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত থাকবে।