গুইমারা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন

গুইমারা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি মাদ্রাসায় কোরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 ৩ ডিসেম্বর বুধবার সন্ধায় মাগরিব বাদ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জালিয়াপাড়া মাদ্রাসায় কোরআন খতমের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত আরোগ্য লাভের জন্য মোনাজাত করেন জালিয়াপাড়া মাদ্রাসার পরিচালক ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোঃ নোমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ কাশেম, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, যুগ্ম সম্পাদক আঃ লতিফসহ অঙ্গ সহযোগী সংগঠনের আরো অনেক নেতাকর্মী এ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গুইমারার হাজা পাড়া ও বড় পিলাকেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এছাড়াও খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘ আয়ুর পাশাপাশি তারেক রহমান ও ওয়াদুদ ভূইয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্যও দোয়া করা হয়।