গুইমারা রিজিয়ন কমান্ডার লক্ষ্মীছড়ির দুল্যাতলীতে শীতবস্ত্র বিতরণ করলেন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান শীতার্ত গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুল্যাতলী এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করেন। এসময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাংগীর আলম, পিএসসি উপস্থিত ছিলেন।
একইদিন সকালে লক্ষ্মীছড়ি উপজেলা সদর, শিলাছড়ি, মার্মা পাড়া, ময়ূরখীল, মগাইছড়িসহ বিভিন্ন এলাকা থেকে আসা গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার। বিভিন্ন এলাকায় প্রায় ২০০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় বলে জানা গেছে।