লক্ষ্মীছড়িতে পূজামন্ডপ পরিদর্শন করলেন গুইমারা রিজিয়ন কমান্ডার, অনুদান প্রদান
স্টাফ রিপোর্টার: গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম লক্ষ্মীছড়িতে সনাতন ধর্ম্বাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গা মহোৎসব এর শারদীয় পূজা মন্ডপ পরিদর্শন করেন।
১৭ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীছড়ি শ্রী শ্রী ব্রাম্মময়ী কালী মন্দিরে পূজা মন্ডপ পরিদশন করেন। এসময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান, সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, গুইমারা ব্রিগেডের জিটু মেজর মো: মঈনুল আলম উপস্থিত ছিলেন।
এছাড়া লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, বেবি রানী বসু, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অজিত বিকাশ দত্ত, সাধারণ সম্পাদক বাবু উজ্জল কুমার বনিক উপস্থিত ছিলেন।
গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে পূজা উদযাপন কমিটির নিকট ১৫হাজার টাকা অনুদান প্রদান করেন রিজিয়ন কমান্ডার। রিজিয়ন কমান্ডার পূজামন্ডপ পরিদর্শন করার পাশাপাশি স্বপরিবারে কিছু সময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।