গুইমারা রিজিয়ন কর্তৃক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উৎসব পালনে সহায়তা, অসহায়দের ঘর নির্মাণ, চিকিৎসা আর্থিক সহায়তাসহ কর্মহীন হত-দরিদ্রদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এসময় গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি কম্পিউটার প্রদান করা হয়েছে। রবিবার সকালে রিজিয়ন সদর দপ্তরে এসব অনুদান প্রদান করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান।

করোনা মহামারীতে সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি সম্প্রীতি ও আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি কর্মহীন ও হত-দরিদ্রদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এ ধারা অব্যাহত থাকবে। এসময় অন্যান্যের মধ্যে মেজর মঈনুল আলম’সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।