চন্দ্রঘোনায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার
রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান থেকে বুধবার রাতে ইয়াবা বড়িসহ শহীদুল ইসলাম ওরফে ননাইয়্যা (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। তাঁর বাড়ি চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায়। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। বৃহষ্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ইসমাঈল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির খবর পেয়ে শহীদুল ইসলাম কে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এসময় আসামীর লুঙ্গীর ভাজে নীল প্যাকেটে মোড়ানো ৩০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।