• November 22, 2024

চন্দ্রঘোনায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম যুব সংগঠনের উদ্যোগে প্রথম বারের মতো আয়োজিত মিনিবার উন্মোক্ত নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল জুম পাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় নতুন গ্রাম বনফুল ফুটবল একাদশ ও সিক্স ফ্রেন্ড ফুটবল একাদশ প্রতিদন্ধীতা করেন। খেলার নির্দিষ্ট সময়ে কোন দল গোল করতে না পারলে খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে ৩-২ ব্যবধানে সিক্স ফ্রেন্ড ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইসমাঈল সওদাগরের সভাপতিত্বে খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সহসভাপতি ইলিয়াছ কাঞ্চন চৌধুরী। উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আলী আজগর, যুব ও ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মিনাজুর রহমান বেলাল, ইউনিয়ন আওয়ামীলীগের সহ ত্রাণ সম্পাদক মহসিন সওদাগর, চন্দ্রঘোনা ইউপি সদস্য মো. মোজাহেরুল হক, আবদুল মালেক, চন্দ্রঘোনা অটো রিক্সা চালক সমবায় সমিতির সভাপতি মো. ইয়াকুব আলী, দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সুধীর ধর, রাঙ্গুনিয়া পৌরসভা যুবলীগ সভাপতি রাসেল খাঁন প্রমুখ।

বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক ফুটবলার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. সোহেল চৌধুরী, বনগ্রাম যুব সংগঠনের সভাপতি মো. রুবেল, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, যুবলীগ নেতা মো. হাকিম, মো. নাছের, ছাত্রলীগ নেতা মো. তারেক প্রমুখ। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ অতিথিদের মাঝে সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post