চন্দ্রঘোনায় বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার ২
রাঙ্গুনিয়া প্রতিনিধি: কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার লিটার চোলাই মদসহ আনু প্রু মারমা (৪৭), সায়মং মারমা (২৫) কে গ্রেপ্তার করেছে। চন্দ্রঘোনা ইউনিয়নের মিশন এলাকার থানাঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে সোমবার রাতে অভিযান চালিয়ে চোলাই মদসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। দুই আসামীর বাড়ি রাইখালী ইউনিয়নের ডলুছড়ি গ্রামে। ধৃত দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে গত মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদে অভিযান চালিয়ে মদের চালান আটক করা হয়। ইঞ্জিন চালিত নৌকায় মদ পাচারের সময় গ্রেপ্তার করা দুই ব্যক্তি পালানোর চেষ্ঠা করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সূত্র জানায়, চন্দ্রঘোনা থানার আওতাধীন রাইখালী, মাঝিপাড়া, নাপ্পিঘাটা, নারানগিরি, ডলুছড়ি, ফুইট্যাছড়ি, নোয়াপাড়া, চিৎমরম, কারিগরপাড়া, ভালুইক্যাসহ বিভিন্ন এলাকায় পুলিশের কতিথ ক্যাশিয়ারকে ম্যানেজ করে পাহাড়ি চোলাইমদের ব্যবসা দীর্ঘদিন ধরে জমজমাট চলে আসছে। কর্ণফুলী নদী ও সড়ক পথে শতশত লিটার চোলাইমদ বিনাবাধায় পাচার করা হয়। চট্টগ্রাম (র্যাব-৭) রাইখালী মাঝিপাড়া এলাকায় সম্প্রতি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদসহ একনকে আটক করেছে।