জেলা যুবদলের সহ সভাপতি মরহুম সোহরাব হোসেন এর জানাজা আজ রাত সাড়ে ৮টায়

পাহাড়ের আলো: আসসালামু আলাইকুম। আপনারা জানেন খাগড়াছড়ি জেলা বিএনপি তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ সভাপতি আমাদের দুঃ সময়ের সহযোদ্ধা আমাদের সকলের প্রিয় সোহরাব ভাই আজ সকাল ৯:৫১ মিনিটে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন- ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই অন্তিম বিদায়ে খাগড়াছড়ি, দিঘীনালা সহ সকল উপজেলার সকল স্তরের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে শোকের মাতম।
দিঘীনালা উপজেলা বিএনপি ও সর্বস্তরের মানুষ এই হৃদয়বিদারক সংবাদে শোকাহত, মর্মাহত। এই বিদায়ে আমরা এক বিশ্বস্ত, ত্যাগী, কর্মীবান্ধব সহযোদ্ধা হারিয়েছি। আমরা দোয়া করি এই রমজানের মতো পবিত্র মাসে মৃত্যুকে উছিলা করিয়া মহান সৃষ্টিকর্তা মরহুমকে জান্নাতের উচ্চতর মাকাম দান করুক। আমীন। পাশাপাশি শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং কথা দিচ্ছি, সোহরাব ভাইয়ের পরিবার ও ছেলে সন্তানাদি সবসময়ই আমাদের খোঁজ খবর ও ভালোবাসায় থাকবে। আমাদের এই ত্যাগী সহযোদ্ধার জানাজা নামাজ আজ ৩০ মার্চ রোজ রবিবার রাত ৮:৩০ মিনিটে দিঘীনালা ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
আমাদের প্রান প্রিয় নেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া এই জানাজায় শরীক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। আমি খাগড়াছড়ি, দিঘীনালা সহ সকল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণ কে এই জানাজায় শরীক হয়ে বিনয়ী এই মানুষটির আত্মার মাগফিরাত কামনা করার অনুরোধ জানাচ্ছি। জানাজা শেষে মরহুম কে জামতলি কবরস্থান (আমাদের সাবেক সভাপতি মোসলেম উদ্দিন চেয়ারম্যান কে যেখানে কবরস্ত করা হয়েছিলো) সেখানে শায়িত করা হবে। অনুরোধক্রমে: শফিকুল ইসলাম, সভাপতি দিঘীনালা উপজেলা বিএনপি।
এদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়োদুদ ভূইয়াসহ সকল সংগঠনের পক্ষ হতে শোক ও সমবেদনা জানানো হয়েছে। তাঁর এই মৃত্যূতে পুরো জেরায় শোকের ছায়া নেমে এসছে।