ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দ্বায়িত্ব নিল সেনাবাহিনী

শেয়ার করুন

মো.আকতার হোসেন, বিশেষ প্রতিনিধি:-

ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দ্বায়িত্ব নিল সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে আস্থা, সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামে বসবাসরতদের নিরাপত্তার পাশাপাশি নানা সেবামুলক কার্যক্রম করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

ধারাবাহিক ভাবে মানবতার সেবায় নিজেদের আত্ম নিয়োগ করার বিষয়টি বেশ আলোচিত পার্বত্য চট্টগ্রামে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) খাগড়াছড়ি জোনের উদ্যোগে ডাকসুর সদস্য হেমা চাকমার পিতা সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার লক্ষ্যে ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়, পাশাপাশি পানছড়ির অনুপম চাকমাকে ২০,০০০ টাকা অনুদান দেওয়া হয়।

একইসঙ্গে শত শত অসহায় পাহাড়ির মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে সেনাবাহিনী পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তাবোধ, আস্থা ও ইতিবাচক মনস্তাত্ত্বিক চিন্তাধারাকে আরও সুদৃঢ় করেছে। এতে সেনাবাহিনীর কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্যসহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন।