তরুণদের উদ্যোগে ফটিকছড়িতে ত্রাণ বিতরণ

Spread the love

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: উপজেলার দাঁতমারা ইউনিয়নের বেতুয়া এলাকার কিছু তরুণ মিলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গঠন করে ত্রাণ তহবিল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সেই ত্রাণ তহবিল থেকে সরকারি নির্দেশনা মেনে দাঁতমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় বেতুয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এতে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি পেঁয়াজ, ১কেজি তেল, ১কেজি আলু ও ১ কেজি লবণ প্রদান করা হয়।

এই মহৎ কাজে আবু তৈয়ব, সাইদুল ইসলাম প্রান্ত, মো. হোসেন, মো. আব্দুল মোতালেব এর উদ্যোগে সহযোগিতা করেন নুর আহমদ কামাল, মীম হাবিবুল্লাহ, মাষ্টার আবু তালেব, জসিম, রাশেদুল আলম রিফাত, ইয়াসির আরাফাত, ঈশান, মো. জাহেদ, হোসেন, শান্ত, হাসান প্রমুখ।

উদ্যোক্তা সাইদুল ইসলাম প্রান্ত বলেন বড় বেতুয়া ত্রাণ তহবিলের উদ্যোগে আসন্ন মাহে রমজানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দৈনিক কেটে খাওয়া পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।