• March 12, 2025

দীঘিনালায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ২নেতা গ্রেফতার

 দীঘিনালায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ২নেতা গ্রেফতার

Oplus_131072

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালায় এক আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা (মানিক) এবং সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমের মতবিনিময় সভা থেকে ফেরার পথে ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ঘনশ্যাম ত্রিপুরা মানিক (৪৮) ও সাবেক উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ (৩৭) কে দীঘিনালা থানা বাজার থেকে গ্রেফতার করে দীঘিনালা থানা পুলিশ।

আটককৃত’রা হলেন, উপজেলার মেরুং ইউনিয়ন ২নং ওয়ার্ড ভৈরফা নোয়াপাড়ার বাসিন্দা হরিপদ ত্রিপুরার ছেলে ঘনশ্যাম ত্রিপুরা মানিক ও থানা পাড়া এলাকার মৃত আলী আকবর এর ছেলে মোঃ এরশাদ (৩৭)

পুলিশ সূত্রে জানা যায়, ঘনশ্যাম ত্রিপুরা’রা বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

দুজনকে আটকের বিষয়’টি নিশ্চিত করেছেন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, আটক দুজনকে পূর্বের মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post