দীঘিনালায় ইউপিডিএফ কর্মীকে হাত-পা বেঁধে গুলি করে হত্যা

 দীঘিনালায় ইউপিডিএফ কর্মীকে হাত-পা বেঁধে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার: দীঘিনালা উপজেলায় হাত-পা বেঁধে জীবন ত্রিপুরা (২৬) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এর এক কর্মীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে।

১২জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ির পাকজ্জাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জীবন ত্রিপুরা রাঙামাটির রাজস্থলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা বলেন, ‘আজ সকাল ৯টার দিকে ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের সংগঠক জীবন ত্রিপুরা সাংগঠনিক কাজে বাবুছড়া যাচ্ছিলেন। এ সময় ধনপাতা নামক এলাকায় ওত পেতে থাকা জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।’

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়ার আহমেদ এ বিষয়ে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post