দীঘিনালায় কেন্দ্রীয় যুবদলের খাদ্য ও ত্রাণ-সামগ্রী বিতরণ

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য ও ত্রান-সামগ্রী বিতরণ করেছে কেন্দ্রীয় যুবদল।
রবিবার দুপুরে উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের মাঠে দীঘিনালা উপজেলা যুবদল সহযোগিতায় ও খাগড়াছড়ি জেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় যুবদল বন্যায় প্লাবিত ৩৫০ পরিবারের মাঝে খাদ্য ও ত্রান-সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সহ-সভাপতি মো: সোহরাব, দীঘিনালা উপজেলা বিএনপি’র সভাপতি সফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, দীঘিনালা উপজেলা যুবদল আহবান মো: মোতালেব হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম দুলাল, যুগ্ম আহবায়ক মনির কাজী, মিঠু চৌধুরী, কাজী হারুন, মো: আওয়াল প্রমুখ।
খাদ্য ও ত্রাণ-সামগ্রীর মধ্যে ছিলো চাল ও শুকনো খাবার।