• July 1, 2025

দীঘিনালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

 দীঘিনালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

মো: আল আমিন, দীঘিনালা।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বোয়ালখালী নতুন বাজার এলাকা থেকে নিলয় চৌধুরী ইগলুকে আটক করা হয়। তিনি দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।

গ্রেফতারের ঘটনা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, নিলয় চৌধুরী ঈগলু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে, আগামীকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post