দীঘিনালায় পানিতে ডুবে স্কুল ছাত্রী নিহত; প্রশাসনের সহযোগিতা

শেয়ার করুন

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ভরাট হওয়া ছড়ায় নেমে পানিতে ডুবে এক স্কুল ছাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার মেরুং ইউনিয়নের চোংড়াছড়ি এলাকায়।

নিহত রুষা চাকমা (১১) চোংড়াছড়ির এলাকার কাবুল্যা কার্বারী পাড়ার পল্টু চাকমার মেয়ে এবং চোংড়াচড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

ইউনিয়নের সংশ্লিষ্ট ৮নম্বর ওয়ার্ড মেম্বার শান্তি প্রিয় চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যার পানিতে ভরাট ছড়ায় বন্ধুদের সাথে নিয়ে গোসল করতে গিয়েছিল রুষা। পানিতে নামার পর স্রোতের টানে সে তলিয়ে যায়। পর সাথের বন্ধুরা বাড়ির লোকজনদের খবর দিলে তারা গিয়ে অনেক খোঁজ করে রুষার লাশ উদ্ধার করেন।

খবর পেয়ে গতকাল (শনিবার) বিকালে রুষার বাড়িতে ছুটে যান খাগড়াছড় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তিনি নিহত রুষার পরিবারকে নগদ ৩০হাজার টাকা আর্থীক সহযোগীতা দিয়েছেন। এই সময় সাথে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নজরুল ইসলাম, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ ও সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমীন, স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা মানিক প্রমুখ।

Leave a Reply