• November 21, 2024

দীঘিনালায় বন্যা দুর্গতদের ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন নতুন বাসস্থান উপহার

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ি দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারকে নতুন বাসস্থান তৈরি করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ৪ই বেংগলে দি বেবী টাইগার্স সার্বিক ব্যাবস্থাপনায় ও ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন (ঢাকা চ্যাপ্টার) এর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের নতুন বাসস্থান (নতুন ঘর) এর ফিতা কেটে উদ্বোধন করে ঘর বুঝিয়ে দেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মো: ওমর ফারুক পিএসসি। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ক্যাপ্টন হাসনাইন আলভী, অনাহারী ক্যাপ্টন মো: আব্দুল মান্নান, ওয়ারেন্ট অফিসার মো: হারুন, বোয়ালখালী ইউপি সদস্য মো: দীল মোহাম্মদ দীলু প্রমূখ।

এতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মেরুং ইউনিয়ন বেলছড়ির সুকান্ত চাকমা ও ভৈরফা এলাকার কলাইয়া চাকমা, বাবুছড়া ইউনিয়নের অরুনা চাকমা, কবাখালী ইউনিয়নে হাচিনসনপুরের নুর আলম, বোয়ালখালী ইউনিয়নের মিজানুর রহমান, নজরুল ইসলাম, দুলু বেগম ও বিপুল বালাকে বাসস্থান হিসেবে নতুন ঘর দেয়া হয়।
নতুন ঘর পেয়ে সুকান্ত চাকমা বলেন, বন্যার পানিতে ঘর ভেঙে গিয়েছিল, কোন রকম ভাঙা ঘরে বাস করছিলাম, সেনাবাহিনী নতুন ঘর তৈরি করে দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক অনেক ধন্যবাদ জানাই তারা গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply