দীঘিনালায় বিএনপি’র নেতা রবিউল হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আটক

 দীঘিনালায় বিএনপি’র নেতা রবিউল হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আটক

মো: আল আমিন, দীঘিনালা খাগড়াছড়ি দীঘিনালায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

শনিবার দুপুরে খাগড়ছড়ি শহরের জিরোমাইল এলাকা হতে জেলা পুলিশের সহযোগীতায় মেরুং ইউনিয়ন দক্ষিন শাখার আওয়ামী লীগের সভাপতি আশ্রাফ উদ্দীনকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ। গ্রেফতকৃত মোঃ আশ্রাফ উদ্দীন মেরুং এলাকার মৃত আব্দুল খালেক খলিফার ছেলে।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর বিএনপির সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে স্থানীয় কিছু আওয়ামী লীগ কর্মী-সমর্থক রবিউলের বাড়িতে গিয়ে হামলা করে রবিউলসহ তিনজনকে পিটিয়ে আহত করে। তাঁদের মধ্যে মারাত্মক আহত হন রবিউল।

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে টানা ২৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা জান। রবিউল আলম স্বেচ্ছাসেবক দলের মেরুং ইউনিয়ন দক্ষিন শাখার সহসভাপতি ও মেরুং ইউনিয়নের বেলছড়ি গ্রামের মো. সাজু মিয়ার ছেলে।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক জানান, সেচ্ছাসেবক দলের নেতা রবিউল আলম হত্যা মামলায় তাকে আটক করা হয়েছে। এছাড়া জেলা সদর থানায় তার নামে মামলা রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post