• May 23, 2025

দীঘিনালায় বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 দীঘিনালায় বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো: আল আমিন, দীঘিনালা:

‘ঐক্য শক্তি, ঐক্য মুক্তি’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত বিক্রয়কর্মীদের পেশাগত অধিকার রক্ষার লক্ষ্যে গঠিত বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট—এর দীঘিনালা উপজেলা শাখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী নকশী-পল্লী রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করা হয়। ফিতা ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিক্রয় প্রতিনিধি জোট দীঘিনালা উপজেলা শাখার সভাপতি খোকন বিকাশ ত্রিপুরা। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহমুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. রানা হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন।

আলোচনায় বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিদের অধিকার, ন্যায্য মজুরি, কাজের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় জোট সারাদেশে কাজ করছে। বিক্রয় পেশাজীবীদের মধ্যে ঐক্য গড়ে তুলে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে এই সংগঠন ২০২৩ সালে যাত্রা শুরু করে।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকরাও উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আকিজ গ্রুপের দীঘিনালা পরিবেশক মো. জসিম উদ্দিন মজুমদার ও প্রাণ ফুড অ্যান্ড বেভারেজের প্রতিনিধি মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠান শেষে মিলনমেলা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শেষ হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply