দীঘিনালায় বেড়াতে এসে অপহরণের শিকার; পুলিশের অভিযানে উদ্ধার, গ্রেফতার ১
মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছে নেত্রকোনার জেলার বারহাট্টা থানার উজানগাঁও গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান।
তাকে ‘ধর্মের ভাই’ সম্বোধন করে কৌশলে অপহরণ করেছে একটি চক্র। দীঘিনালার বোয়ালখালি ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী (চিটিং টিলা) এলাকায় এই ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নেত্রকোনার বারহাট্টা থানর উজানগাঁও গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান বৃহস্পতিবার বিকেলে তার স্বজন মোঃ ফারুকের বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে দীঘিনালায় আসে।
এ সময় ফারুকের মোবাইল বন্ধ পাওয়ায় কয়েকজনের কাছে ফারুকের ঠিকানা জানতে চায়। এ সময় সহিদুল হোসেন (৪০) নামে একজনের সাথের তার পরিচয় হয় এবং সে মিজানুর রহমানকে তাৎক্ষণিক “ধর্মের ভাই” বলে কৌশলে তার বাসায় নিয়ে যায়।
এরপর রাতের খাওয়া দাওয়া শেষে মিজানুর ঘুমিয়ে পরে। মধ্যে রাতে তাকে ডেকে ১৫ শ টাকা ধার (হাওলাত) নেয়, সকাল ৬ টায় ঘুম ভাঙার মিজানুর চলে যেতে চাইলে সহিদুলসহ আরো ৫ জন মিলে মারধর করে। অপহৃতের পরিবারের সাথে যোগাযোগ করে প্রথমে ১০ লক্ষ পরে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে মেরে ফেলার হুমকি দেয়ও হয় থাকে।
দীঘিনালা থানার ওসি মো জাকারিয়া বলেন, অপহৃত মিজানুরের পরিবার আমাদের সাথে যোগাযোগ করে। মোবাইল নাম্বারের লোকেশন সনাক্ত করে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে ভিকটিমকে উদ্ধার করি।
এ সময় মোঃ রফিক (৩০) কে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং অন্য আসামিরা কৌশলে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।