• December 24, 2024

দীঘিনালায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় জাম গাছের ডালে গলায় দড়ি পেঁচানো ২৭ বছরের এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, সোমবার সকাল ৭ টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের জামতলীর সামাজিক কবরস্থান সংলগ্ন জামগাছের ডাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত মোঃ হানিফ (২৭) একই এলাকার মোঃ জালাল (জালু) ছেলে। নিহত হানিফ বুদ্ধি প্রতিবন্ধী।

নিহতের সন্তান সম্ভবনা স্ত্রী মোছাঃ মুন্নি আক্তার (২৩) বলেন, ‘আমাদের কারো সাথে শত্রুতা ছিল না৷ সে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য ছিলেন। গতকাল (রবিবার) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পাই।’

স্থানীয় ও নিকট আত্নীয়রা জানান, ইসলাম শিবির কবরস্থানের পাশে জামগাছের ডালে গলায় দড়ি পেঁচানো মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে দীঘিনালা থানায় নিয়ে যায়৷

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, স্থানীয়রা গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা, এবিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply