খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এক অনন্য মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালা জোন সদরস্থ ৪ ইস্ট বেঙ্গল (দি বেবী টাইগারস) ব্যাটালিয়নের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থী, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি মাদ্রাসার মাঝে আর্থিক অনুদান ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০ অক্টোবর সোমবার সকাল ১১টায় জোন সদরস্থ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক। অনুষ্ঠানে দুইজন অস্বচ্ছল নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রদান করা হয় সেলাই মেশিন। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দেওয়া হয় পানির ট্যাংক এবং একটি মাদ্রাসায় দেওয়া হয় বৈদ্যুতিক ফ্যান। এছাড়াও ১৭ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয় গৃহনির্মাণে সহায়তার জন্য এবং কয়েকটি অস্বচ্ছল পরিবার ও শিক্ষার্থীর মাঝে প্রদান করা হয় নগদ আর্থিক সহায়তা।
জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক বলেন, “সেনাবাহিনী কেবল দেশের সুরক্ষায় নিয়োজিত নয়, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। এই মানবিক কার্যক্রম তারই একটি অংশ। অনুষ্ঠানে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে, যা পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর প্রতি আস্থার বন্ধন আরও দৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।