দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তায় প্রদান

মো: আল আমিন, দীঘিনালা।
বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন এর আওতাধীন দীঘিনালা সেনা জোন “দি বেবী টাইগার্স “এর মানবিক সহায়তায় প্রদান হিসেবে চিকিৎসা, গৃহ নির্মাণ ও শিক্ষা এবং প্রতিষ্ঠানে নগত অর্থ সহায়তা করা হয়েছে।
বুধবার ১১ টায় জোন সদরে এসব সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো: ওমর ফারুক পিএসসি, এই সময় উপস্থিত ছিলেন, উপ- অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি, এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন প্রমুখ।
সরজমিনে দেখা যায়, বসতঘর নির্মানের জন্য ঢেউটিন প্রদান করেন ১০ জনকে, চিকিৎসা জন্য আর্থিক সহায়তা ১০ জনকে ও শিক্ষা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ জনকে নগত অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মো: ওমর ফারুক পিএসসি বলেন, “মানুষজন বিভিন্ন সাহায্যে চেয়ে দরখাস্ত করেছেন যার প্রেক্ষিতে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন, আমরা অনেক জনকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেছি, অনেক ছাত্রীদের আর্থিক ভাবে সহায়তা প্রদান করেছি, চিকিৎসা জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি এবং পাশাপাশি যাদের বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে আগুনে পুড়ে তাদের ঢেউটিন ও নগত অর্থ দিয়ে সহায়তা করেছি”।