দীঘিনালায় অজগর আটক
দীঘিনালা প্রতিনিধি: দীঘিনালায় এবার পুকুরপার থেকে একটি অজগর সাপ ধরা পরেছে। উপজেলার হাজাছড়া এলাকার মো. লতিফ মিয়ার পুকুরপার থেকে অজগরটি ধরার পর গতকাল (শুক্রবার) বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। লতিফ (৪০) জানান, তার পুকুরপার থেকে হাঁস খাওয়ার সময় জাল দিয়ে সাপটি আটক করা হয়। পরে স্থানীয়রা সাপটি বন বিভাগের নিকট বুঝিয়ে দিয়েছেন।
স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক সাপটি অজগর সাপের বাচ্ছা। সেটির বর্তমান ওজন প্রায় ১০ কেজি হতে পারে। সাপটি ডুলাহাজরা সাফারি পার্কে পাঠানোর ব্যবস্থা করা হবে।
দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন বলেন, ‘বনাঞ্চল উজাড় অব্যাহত থাকার কারণে বন্য প্রাণীরা খাদ্য সংকটে পরেছে। তাই এসব বন্য প্রাণী খাদ্য খোঁজার জন্য বাধ্য হয়ে লোকালয়ে প্রবেশ করছে।’